কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডেজিগনেটেড ট্রেডে ১৯২ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে রেল হুইল ফ্যাক্টরিতে। এটি রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী। যাঁদের স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্ত রয়েছে কেবল তাঁরাই আবেদন করতে পারেন।
ফিটার: আসন ৮৫টি। মেশিনিস্ট: আসন ৩১টি। মেকানিক (মোটর ভেহিকল): আসন ৮টি। টার্নার: আসন ৫টি। সিএনসি প্রোগ্রাম কাম অপারেটর: আসন ২৩টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ১৮টি। ইলেক্ট্রনিক মেকানিক: আসন ২২টি। মোট আসনের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৮, প্রাক্তন সমরকর্মী ৬।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট শাখার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১-১-২০২৩ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। তবে সিএনসি প্রোগ্রাম কাম অপারেটর ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ৬ মাস। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড সব ট্রেডের ক্ষেত্রে মাসে ১২,২৬১ টাকা এবং সিএনসি প্রোগ্রাম কাম অপারেটর ট্রেডের ক্ষেত্রে মাসে ১০,৮৯৯ টাকা।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://rwf.indianrailways.gov.in/ ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন ইন্ডিয়ান পোস্টাল অর্ডার/ যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। আইপিও/ ড্রাফটি কাটবেন “Principal Financial Adviser/ Rail Wheel Factory”-এর অনুকূলে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলাদের এই ফি দিতে হবে না। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স ও ফি জমার মূল কপি। এগুলি রেজিস্টার্ড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২০ ফেব্রুয়ারি মধ্যে। এই ঠিকানায়: The Senior Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore – 560064. এছাড়া ওই ঠিকানায় রাখা ড্রপবক্সেও হাতে হাতে দরখাস্ত জমা করতে পারেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে