কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার এবং সিনিয়র অফিসার পদে ১৮০ জনকে নিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে। আবেদন করতে হবে অনলাইনে।
নেওয়া হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার পদে। ইঞ্জিনিয়ারিং পদগুলির জন্য রেগুলারে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা। ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে শুরুতে ১ বছরের প্রবেশন।
সিনিয়র অফিসার – সিটি গ্যাস ডিসট্রিবিউশন (সিজিডি) অপারেশন্স অ্যান্ড মেন্টেন্যন্স: রেগুলারে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকতে হবে। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮ বছরের মধ্যে। মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। ওপরে বলা সব পদের প্রার্থীদের অন্তত ৬০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে। সকল যোগ্য প্রার্থীকেই সিবিটি-তে ডাকা হবে। কম্পিউটার বেসড টেস্টে অবজেক্টিভ প্রশ্ন থাকবে। প্রশ্নপত্রের ২টি পার্ট- ১) জেনারেল অ্যাপ্টিটিউড এবং ২) টেকনিক্যাল/ প্রোফেশনাল নলেজ। প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল পরীক্ষা হবে এইচ.পি.সি.এল মনোনীত/ তালিকাভুক্ত হাসপাতালে। প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল এক্সামিনেশন স্ট্যান্ডার্ড পাবেন www.hindustanpetroleum.com/careers ওয়েবসাইটে।
পোস্টিং/ অ্যাসাইনমেন্ট হতে পারে দেশের যে কোনও জায়গায় কর্পোরেশনের এসবিইউ/ ডিভিশন/ ডিপার্টমেন্টে।
আবেদন করবেন অনলাইনে www.hindustanpetroleum.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে। প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকা চাই। এসময়ে পাসপোর্ট মাপের ছবি (৩০ কেবি সাইজের মধ্যে) এবং সই (১০ কেবি সাইজর মধ্যে) –এর স্ক্যান আপলোড করতে হবে। প্রথমে যাবতীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। এবার তফশিলি ও প্রতিবন্ধী ছাড়া বাকিরা ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউ.পি.আই. –এর মাধ্যমে ১,১৮০ টাকা ফি দেবেন। ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে