Home Police/Defence কলকাতা পুলিশে ১৬৯ ইনস্পেক্টর ও সার্জেন্ট

কলকাতা পুলিশে ১৬৯ ইনস্পেক্টর ও সার্জেন্ট

145
0
sergeant
sergeant

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাব-ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্ট্রেস ও সার্জেন্ট পদে ১৬৯ জন তরুণ-তরুণীকে নিচ্ছে কলকাতা পুলিশে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

সাব-ইনস্পেক্টর অফ কলকাতা পুলিশ (আন আর্মড ব্রাঞ্চ): মোট শূন্যপদ ১৫৬টি। সাব-ইনস্পেক্ট্রেস অফ কলকাতা পুলিশ (আন আর্মড ব্রাঞ্চ) (কেবল মহিলা): মোট শূন্যপদ ৯টি। সার্জেন্ট: মোট শূন্যপদ ৪টি।

যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীরা বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানলে আবেদন করতে পারেন। তবে পাহাড়ী এলাকার প্রার্থীদের ক্ষেত্রে এই ভাষার শর্তটি প্রযোজ্য নয়।

১-১-২০২৩ তারিখের হিসেবে বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও ট্রান্সজেন্ডারদের বয়সের ছাড় আছে। কেবলমাত্র কলকাতা পুলিশের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর। ডিপার্টমেন্টাল সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় আছে। মূল মাইনে ৩২,১০০ – ৮২,৯০০ টাকা।

উল্লেখ্য, যেসব ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর/ সাব-ইনস্পেক্ট্রেস (আনআর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদের জন্য এর আগে ৩ বার কম্পিটিটিভ পরীক্ষায় বসেছেন তাঁরা আবেদনের যোগ্য নন।

শারীরিক মাপজোক:- সাব-ইনস্পেক্টর পদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০) সেমি, বুকের ছাতি ৭৯ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৭৬)সেমি (৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই), ওজন অন্তত ৫৬ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৫২) কেজি হতে হবে। সাব-ইনস্পেক্ট্রেস পদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৫) সেমি, ওজন ৪৯ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৪৫) কেজি হতে হবে। সার্জেন্ট পদের ক্ষেত্রে উচ্চতা ১৭৩ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬৩) সেমি, বুকের ছাতি ৮৬ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৮১)সেমি (৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই), ওজন ৬০ (গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৫৪) কেজি হতে হবে।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে আবেদন করবেন www.wbpolice.gov.in বা www.kolkatapolice.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে। এছাড়া অফলাইনে ডাউনলোড করা দরখাস্তের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও প্রসেসিং ফি মোট ২৭০ (২৫০+২০) টাকা (পশ্চিমবঙ্গের তফশিলি হলে কেবল ২০ টাকা)। জমা দেবেন অনলাইনে বা অফলাইনে। ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটগুলিতে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here