Home Contractual এয়ারপোর্ট সার্ভিসেসে ১৬৬ এজেন্ট, এক্সিকিউটিভ

এয়ারপোর্ট সার্ভিসেসে ১৬৬ এজেন্ট, এক্সিকিউটিভ

67
0
Airport
Airport

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার সহ বিভিন্ন পদে ১৬৬ জনকে নিচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে আমেদাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: শূন্যপদ ১১টি। জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: শূন্যপদ ২৫টি। ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার: শূন্যপদ ৭টি। হ্যান্ডিম্যান: শূন্যপদ ৩৬টি। হ্যান্ডিউইমেন: শূন্যপদ ৪৫টি। হ্যান্ডিম্যান (ক্লিনার): শূন্যপদ ২০টি। ডিউটি অফিসার: শূন্যপদ ৬টি। জুনিয়র অফিসার-টেকনিক্যাল: শূন্যপদ ৪টি। জুনিয়র অফিসার-প্যাসেঞ্জার: শূন্যপদ ১২টি।

পদ অনুযায়ী গ্র্যাজুয়েট/ উচ্চমাধ্যমিক পাশ/ মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।

প্রার্থীবাছাই হবে পার্সোনাল/ ভার্চুয়াল ইন্টারভিউ, ট্রেড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পদ অনুযায়ী ইন্টারভিউ হবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ঠিকানায়: Hotel Pristine Residency, Airport Road, Next to S.V.P. International, Sardarnagar, Hansol, Ahmedabad, Gujarat-382475.

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.aiasl.in ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটি কাটবেন “AI AIRPORT SERVICES LIMITED.”-এর অনুকূলে। যেন তা মুম্বাইয়ে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: AIASL/05-03/729. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here