Home Central Government সশস্ত্র সীমাবলে ১,৬৩৮ ইনস্পেক্টর, কনস্টেবল

সশস্ত্র সীমাবলে ১,৬৩৮ ইনস্পেক্টর, কনস্টেবল

12
0
SSB
SSB

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাব-ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল পদে ১,৬৩৮ জনকে নিচ্ছে সশস্ত্র সীমাবলে। নিয়োগ হবে ড্রাফটসম্যান, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, স্টেনোগ্রাফার, ইলেক্ট্রিশিয়ান, ভেটেরিনারি, কার্পেন্টার, পেইন্টার সহ বিভিন্ন ডিসিপ্লিনে।

সাব-ইনস্পেক্টর: শূন্যপদ ১১১টি। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর: শূন্যপদ ৩০টি। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার): শূন্যপদ ৪০টি। হেড কনস্টেবল: শূন্যপদ ৯১৪টি। কনস্টেবল: শূন্যপদ ৫৪৩টি।

আবেদন করবেন অনলাইনে https://ssb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ জুনের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, মাইনে, বয়স, আবেদনের পদ্ধতি সহ আরও বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। সাব-ইনস্পেক্টর ।। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ।। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (স্টেনো) ।। হেড কনস্টেবল ।। কনস্টেবল ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here