Home Police/Defence ত্রিপুরা সরকারে ১৬ ইলেকশন ইনস্পেক্টর

ত্রিপুরা সরকারে ১৬ ইলেকশন ইনস্পেক্টর

236
0
Election Inspector recruit through TPSC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইলেকশন ইনস্পেক্টর পদে ১৬ জনকে নিচ্ছে ত্রিপুরা সরকারে। নিয়োগ হবে গ্রুপ-সি, নন-গেজেটেড পদে। ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটেটিভ পরীক্ষার মাধ্যমে প্রার্থীবাছাই করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন।

মোট শূন্যপদ ১৬টি। অন্তত যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বাংলা ও ককবরক ভাষার জ্ঞান থাকলে ভাল। বয়স হতে হবে ২৮-৭-২০২৩ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় আছে। মূল মাইনে ৫,৭০০ – ২৪,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে প্রিলিমিনারি (মাল্টিপল চয়েজ টাইপের) পরীক্ষা, মেইন (কনভেনশনাল টাইপ) পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। দেড় ঘন্টার প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক বিষয়ের প্রশ্ন। পরীক্ষা হবে আগরতলা, আমবাসা, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাশনগর এবং উদয়পুর পরীক্ষা কেন্দ্রগুলিতে। মেইন পরীক্ষায় থাকবে ২টি পার্ট। মোট ১০০ নম্বরের প্রথম পার্টে থাকবে ইংলিশ ও ১০০ নম্বরের দ্বিতীয় পার্টে থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক বিষয়ের প্রশ্ন। প্রতি পার্টে সময় পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা হবে কেবলমাত্র আগতলায়। এরপর ২০ নম্বরের পার্সোনালিটি টেস্ট।

আবেদন করবেন অনলাইনে https://tpsconline.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ জুন থেকে ২৮ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও বিপিএল প্রার্থীদের ক্ষেত্রে ২৫০) টাকা। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 08/2023. আরও বিস্তারিত জানতে পারবেন https://tpsc.tripura.gov.in ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here