Home Medical পশ্চিমবঙ্গে ১৫৮ ভেটেরিনারি অফিসার

পশ্চিমবঙ্গে ১৫৮ ভেটেরিনারি অফিসার

64
0
veterinary officer
veterinary officer

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভেটেরিনারি অফিসার পদে ১৫৮ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অ্যানিম্যাল রিসোর্সেস বিভাগে। অন্যান্য রাজ্যের প্রার্থীরাও সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাঁরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না। প্রার্থীকে বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি অথবা অ্যানিম্যাল হাজবেন্ড্রি অথবা ইন্ডিয়ান ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্টে উল্লিখিত প্রথম সিডিউল ও দ্বিতীয় সিডিউল অনুযায়ী ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে প্রার্থীর নাম ভেটেরিনারি কাউন্সিলে নথিভুক্ত থাকা চাই।

বয়স হতে হবে ১-১-২০২২ তারিখের হিসেবে ৩৬ বছরের মধ্যে। মূল মাইনে ৫৬,১০০ – ১,৪৪,৩০০ টাকা।

প্রার্থীবাছাই হবে স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https:// wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। অনলাইনে জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালানের মাধ্যমেও ফি জমা করতে পারেন ২১ ফেব্রুয়ারির মধ্যে। তবে চালান জেনারেট করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যেই। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। পশ্চিমবঙ্গের তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 16 /2022. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here