Home Engineering ইসকো স্টিল প্লান্টে ১৫৮ ম্যানেজার, টেকনিশিয়ান

ইসকো স্টিল প্লান্টে ১৫৮ ম্যানেজার, টেকনিশিয়ান

4
0
Sail IISCO
Sail IISCO

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে ১৫৮ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ইসকো স্টিল প্লান্টে। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেডিক্যাল অফিসার, অপারেটর-কাম- টেকনিশিয়ান, অ্যাটেন্ড্যান্ট-কাম- টেকনিশিয়ান পদে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: শূন্যপদ ৬টি। ম্যানেজার: শূন্যপদ ৪টি। মেডিক্যাল অফিসার: শূন্যপদ ৫টি। কনসালট্যান্ট: শূন্যপদ ১০টি। অপারেটর-কাম- টেকনিশিয়ান (ট্রেনি): শূন্যপদ ৭৩টি। অ্যাটেন্ড্যান্ট-কাম- টেকনিশিয়ান (ট্রেনি): শূন্যপদ ৪০টি। অপারেটর-কাম- টেকনিশিয়ান (বয়লার অপারেশন): শূন্যপদ ১৩টি। অ্যাটেন্ড্যান্ট-কাম- টেকনিশিয়ান (বয়লার অপারেশন): শূন্যপদ ৭টি।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ম্যানেজার পদের ক্ষেত্রে- অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে- এমবিবিএস ডিগ্রিধারী ও ১ বছরের অভিজ্ঞতা। কনসালট্যান্ট পদের ক্ষেত্রে- পিজি ডিগ্রি/ সংশ্লিষ্ট বিষয়ের ডিএনবি ডিগ্রিধারী ও ৩ বছরের অভিজ্ঞতা। অপারেটর-কাম- টেকনিশিয়ান (ট্রেনি) পদের ক্ষেত্রে- মাধ্যমিক পাশ ও অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিপ্লোমাধারী। অ্যাটেন্ড্যান্ট-কাম- টেকনিশিয়ান (ট্রেনি) পদের ক্ষেত্রে- মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ। অ্যাটেন্ড্যান্ট-কাম- টেকনিশিয়ান (বয়লার অপারেশন) পদের ক্ষেত্রে- মাধ্যমিক ও দ্বিতীয় শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্ট কম্পিটেন্সি সার্টিফিকেটধারী। অপারেটর-কাম- টেকনিশিয়ান (বয়লার অপারেশন) পদের ক্ষেত্রে- মাধ্যমিক পাশ ও অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী। সঙ্গে প্রথম শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্ট কম্পিটেন্সি সার্টিফিকেটধারী।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, ইন্টারভিউ/ স্কিল টেস্ট/ ট্রেড টেস্টের মাধ্যমে। সবশেষে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে www.sail.co.in বা http://sailcareers.com ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারির মধ্যে। ফি বাবদ দিতে হবে ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ কনসালট্যান্ট/ মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ৭০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০) টাকা, অপারেটর-কাম- টেকনিশিয়ান (ট্রেনি/ বয়লার অপারেশন) পদের ক্ষেত্রে ৫০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৫০) টাকা এবং অ্যাটেন্ড্যান্ট-কাম- টেকনিশিয়ান (ট্রেনি/ বয়লার অপারেশন) পদের ক্ষেত্রে ৩০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০) টাকা। জমা দেবেন অনলাইনে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ISP/RECTT./DR/2022/1. বয়স, স্টাইপেন্ড, মাইনে, শারীরিক মাপজোক সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here