কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১৫৩ জনকে নিচ্ছে সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে। নিয়োগ হবে সিভিল, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৮টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৫টি। অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ২৪টি। সুপারিন্ট্যান্ড্যান্ট (জেনারেল): শূন্যপদ ১১টি। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮১টি। সুপারিন্ট্যান্ড্যান্ট (জেনারেল)-এসআরডি (এনই): শূন্যপদ ২টি। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এসআরডি (এনই): শূন্যপদ ১০টি। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এসআরডি (এনই) (লাদাখ): শূন্যপদ ২টি।
সংশ্লিষ্ট শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২৪-৯-২০২৩ তারিখের হিসেবে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এসআরডি (এনই) (লাদাখ) পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। বাকি সব পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে অনলাইন টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। তবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট ও সুপারিন্ট্যান্ড্যান্ট পদের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত ইন্টারভিউ। সব শেষে ডাক্তারি পরীক্ষা। আবেদন করবেন অনলাইনে www.cewacor.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,২৫০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ৪০০) টাকা। জমা দেবেন অনলাইনে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CWC/1-Manpower/DR/Rectt/2023/01. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে