কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা পদগুলিতে ১৫০ জনকে নিয়োগ করা হবে। “ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন -২০২৩”-এর মাধ্যমে প্রার্থীবাছাই করবে ইউপিএসসি। উল্লেখ্য, ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনে আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় সফল প্রার্থীরা সিভিল সার্ভিস মেইন অথবা ফরেস্ট সার্ভিস মেইন অথবা উভয় সার্ভিসের মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এখন সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার দরখাস্ত নিচ্ছে। মেইন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে।
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স/বটানি/কেমিস্ট্রি/জিওলজি/ম্যাথমেটিক্স/ফিজিক্স/স্ট্যাটিস্টিক্স/জুলজি- এর যেকোনও একটি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা অ্যাগ্রিকালচার/ফরেস্ট্রি বা ইঞ্জিনিয়ারিং-এর যে কোনও একটির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। চূড়ান্ত বর্ষ/সেমিস্টারের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য।
বয়স হতে হবে ১-৮-২০২৩ তারিখের হিসেবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-৮-১৯৯১ থেকে ১-৮-২০০২-এর মধ্যে।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৮ মে। এতে সফলদের হবে মেইন পরীক্ষা।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করবেন অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়া অফলাইনে ফি জমার ক্ষেত্রে অনলাইন আবেদনের পার্ট-টু রেজিস্ট্রেশনের সময় “পে বাই ক্যাশ” অপশনে ক্লিক করলে পে-ইন-স্লিপ পাবেন। তার প্রিন্ট নেবেন ২০ ফেব্রুয়ারির মধ্যে। অফলাইনে জমা দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 06/2023-IFoS. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা এবং www.upsc.gov.in ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে