Home Central Government অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ১৪৯ ইঞ্জিনিয়ার, অফিসার

অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ১৪৯ ইঞ্জিনিয়ার, অফিসার

34
0
CDAC
CDAC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ১৪৯ জনকে নিচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। বেঙ্গালুরুতে নিয়োগ হবে চুক্তিভিত্তিতে।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: শূন্যপদ ৯০টি। সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: শূন্যপদ ২৫টি। প্রোজেক্ট ম্যানেজার: শূন্যপদ ২টি। অ্যাজাঙ্কট/ ভিজিটিং ফ্যাকাল্টি/ পার্ট টাইম ট্রেনার: শূন্যপদ ২২টি।

অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীরা ওই শতাংশ নম্বর নিয়েই সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে অথবা এম ই/ এম টেক ডিগ্রিধারীরা অথবা সংশ্লিষ্ট শাখার পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩৫ বছর। নিয়োগ হবে ৩ বছরের জন্য।

প্রোজেক্ট অফিসার: শূন্যপদ ২টি। ২ বছরের এমবিএ অথবা বিজনেস ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ মার্কেটিং/ আইটি-র পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ও সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা।

প্রোজেক্ট সাপোর্ট স্টাফ: শূন্যপদ ৮টি। অন্তত ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা হিউম্যান রিসোর্সের এমবিএ ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩৫ বছরের মধ্যে। নিয়োগ হবে ৩ বছরের জন্য।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। আবেদন করবেন অনলাইনে https://recruitment.cdacb.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ নভেম্বরের মধ্যে। আরও বিস্তারিত জানতে পারবেন  https://www.cdac.in/ ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here