Home Central Government পাওয়ার গ্রিডে ১৩৮ ইঞ্জিনিয়ার ট্রেনি

পাওয়ার গ্রিডে ১৩৮ ইঞ্জিনিয়ার ট্রেনি

4
0
PGCIL
PGCIL

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে ১৩৮ জনকে নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। এটি ভারত সরকারের একটি উদ্যোগ। নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল, সিভিল, ইলেক্ট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনে। প্রার্থীদের ২০২৩ সালের গেট পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে পাশ করে থাকতে হবে।

ইঞ্জিনিয়ার ট্রেনি (পোস্ট আইডি: 239): মোট শূন্যপদ ১৩৮টি। এরমধ্যে ইলেক্ট্রিক্যালে শূন্যপদ ৮৩টি। সিভিলে শূন্যপদ ২০টি। ইলেক্ট্রনিক্সে শূন্যপদ ২০টি। কম্পিউটার সায়েন্সে শূন্যপদ ১৫টি।

অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে ২১-১২-২০২২ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে।

প্রথমে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৪০,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে ইঞ্জিনিয়ার পদে। তখন মূল মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://www.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ এপ্রিলের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CC/06/2022. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। লিঙ্ক-১ ।। লিঙ্ক-২ ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here