Home Central Government কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৩,৪০৪ শিক্ষক, লাইব্রেরিয়ান

কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৩,৪০৪ শিক্ষক, লাইব্রেরিয়ান

45
0
KVS
KVS

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপ্যাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার সহ বিভিন্ন পদে ১৩,৪০৪ জনকে নিচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে। নিয়োগ হবে কলকাতা, রাঁচি, ভুবনেশ্বর সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে।

প্রাইমারি টিচার: মোট শূন্যপদ ৬,৪১৪টি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার: শূন্যপদ ৫২টি। প্রিন্সিপ্যাল: শূন্যপদ ২৩৯টি। ভাইস প্রিন্সিপ্যাল: শূন্যপদ ২০৩টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি): শূন্যপদ ১,৪০৯টি। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি): শূন্যপদ ৩,১৭৬টি। লাইব্রেরিয়ান: শূন্যপদ ৩৫৫টি।
প্রাইমারি টিচার (মিউজিক): শূন্যপদ ৩০৩টি। ফিনান্স অফিসার: শূন্যপদ ৬টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ২টি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: শূন্যপদ ১৫৬টি। হিন্দি ট্রান্সলেটর: শূন্যপদ ১১টি। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩২২টি। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৭০২টি। স্টেনোগ্রাফার গ্রেড-II: শূন্যপদ ৫৪টি।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ক্লাস ডেমো/ ইন্টারভিউ/ স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র- কলকাতা, আসানসোল, বহরমপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি।

আবেদন করবেন অনলাইনে www.kvsangathan.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ ডিসেম্বরের মধ্যে। পদ অনুযায়ী ফি বাবদ দিতে হবে ২,৩০০/ ১,৫০০/ ১,২০০ টাকা। প্রাইমারি টিচার পদের বিজ্ঞপ্তি নং: 16/2022 এবং অফিসার/ টিচিং/ নন-টিচিং পদের বিজ্ঞপ্তি নং: 15/2022. শিক্ষাগত যোগ্যতা, মাইনে, বয়স ইত্যাদি সহ আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। প্রাইমারি টিচার ।। অফিসার/টিচিং/ নন-টিচিং স্টাফ ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here