কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদে ১৩৪ জনকে নিচ্ছে জওহরলাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে (JIPMER)। ৪০টি স্পেশ্যালিটি/ সুপারস্পেশ্যালিটিতে রেগুলার ভিত্তিতে নিয়োগ হবে পুদুচেরি এবং কারাইকাল ক্যাম্পাসে।
পুদুচেরিতে: প্রোফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রোফেসরের মোট শূন্যপদ ১১৩টি। কারাইকালে: প্রোফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রোফেসরের মোট শূন্যপদ ২১টি। নির্ধারিত স্পেশ্যালিটি/ সুপার-স্পেশ্যালিটিতে নিয়োগ হবে প্রোফেসর (লেভেল ১৪এ) অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (লেভেল ১২) পদে।
২৮-৮-২০২৩ তারিখের হিসেবে বয়স প্রোফেসর পদের প্রার্থীদের ক্ষেত্রে ৫৮ বছরের মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদের প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বছরের হতে হবে। প্রোফেসর পদের মাইনে ১,৬৮,৯০০ – ২,২০,৪০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদের মাইনে ১,০১,৫০০ – ১,৬৭,৪০০ টাকা।
প্রার্থিবাছাইয়ের জন্য হতে পারে লিখিত পরীক্ষা অথবা স্ট্যান্ডিং সিলেকশন কমিটি ইন্টারভিউয়ের জন্য আবেদনপত্র বাছাই করতে পারে। পার্সোনাল ইন্টারভিউ হবে ধাপে ধাপে।
আবেদনের ফি বাবদ অসংরক্ষিত/ ওবিসি/ ইডব্লুএস প্রার্থীদের দিতে হবে ১,৫০০ টাকা + ট্রানজাকশন চার্জ, তফশিলি প্রার্থীদের দিতে হবে ১,২০০ টাকা + ট্রানজাকশন চার্জ। প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। ফি দেবেন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই মোডের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.jipmer.edu.in ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে, ২৮ আগস্ট, বিকেল সাড়ে ৪টের মধ্যে। অনলাইন আবেদন করার পর প্রিন্টআউট নিয়ে নির্ধারিত জায়গায় সই করা অনলাইন আবেদনের হার্ড কপি (রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্টের মাধ্যমে) এবং facultyrect2023@gmail.com ই-মেলের মাধ্যমে সফট কপি জমা করতে হবে। সঙ্গে দিতে হবে যাবতীয় প্রমাণপত্রের কপি। হার্ড কপি পাঠানোর ঠিকানা: Assistant Administrative Officer, Admn. 4 (Faculty Wing) Second Floor, Administrative Block, JIPMER Dhanvantari Nagar, Puducherry 605 006. দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন “Application for the post of _ , Department of _ for JIPMER, Puducherry/Karaikal”. বিজ্ঞপ্তি নং JIP/Admn.4(FW)/1(11)/Rectt./2023. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে