Home Government Jobs পশ্চিমবঙ্গ পুলিশে ১৩০ ওয়ার্ডার

পশ্চিমবঙ্গ পুলিশে ১৩০ ওয়ার্ডার

161
0
West Bengal Police
West Bengal Police

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পুরুষ ও মহিলা ওয়ার্ডার পদে ১৩০ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে। নীচের মতো যোগ্যতার তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন।

ওয়ার্ডার (পুরুষ): শূন্যপদ ১০০টি। ওয়ার্ডার (মহিলা): শূন্যপদ ৩০টি। শূন্যপদের ১০ শতাংশ আর্থিকভাবে কমজোর প্রার্থিদের জন্য সংরক্ষিত। আন্তর্জাতিক/ জাতীয় প্রতিযোগিতা/ ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট বা ন্যাশনাল স্পোর্টস/ গেমস ফর স্কুল এডুকেশন –এ অংশগ্রহণকারী মেধাবী খেলোয়াড়দের নেওয়া হবে ১৯টি ত্রীড়াক্ষেত্রে থেকে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে স্বীকৃত ইনস্টিটিউটের দেওয়া কম্পিউটার লিটারেসি –র সার্টিফিকেট থাকা চাই। ১-১-২০২৩ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিতরা বয়সের ছাড় পাবেন। মাইনে ২২,৭০০ – ৫৮,৫০০ টাকা।

ইন্টারভিয়ের জন্য বাছাই প্রার্থীদের জন্ম-তারিখ, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, ইডব্লুএস, ইসি, কম্পিউটার লিটারেসি ইত্যাদি সার্টিফিকেট আপলোড করতে হবে।

পুরুষ ও মহিলা প্রার্থীদের শারীরিক মাপজোক, উচ্চতা, ওজন ইত্যাদির বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। প্রার্থিবাছাই হবে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা এবং পরে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থী ছাড়া বাকিদের আবেদনের ফি ২০০ টাকা ও প্রসেসিং ফি ২০ টাকা। পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীদের প্রসেসিং ফি ২০ টাকা। অন্য রাজ্যের সব প্রার্থীকেই সাধারণ প্রার্থীর মতো ফি দিতে হবে। সঙ্গে জিএসটি অতিরিক্ত। ফি অনলাইনে।

আবেদন করবেন অনলাইনে ডব্লুবিপিআরবি ওয়েবসাইট https://prb.wb.gov.in বা ডব্লুবিপি ওয়েবসাইট https://wbpolice.gov.in বা ডব্লুবিসিএস ওয়েবসাইট http://wbcorrectionalservices.gov.in –এর মাধ্যমে, ২৬ আগস্টের মধ্যে। অনলাইন আবেদনের সময় রঙিন পাসপোর্ট ছবি ও পুরো সই -এর স্ক্যান আবেদনপত্রের যথাস্থানে আপলোড করতে হবে। সাবিমট করে প্রিন্ট নেবেন। পরে লাগবে। আবেদনপত্রে কোনও পরিবর্তন বা সংশোধন করার থাকলে তা করবেন ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এসময়ে অ্যাপ্লিকেশন সিরিয়াল নং বা মোবাইল নম্বর এবং জন্ম-তারিখের প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23). আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || সংক্ষিপ্ত || বিস্তারিত ||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here