Home Government Jobs দার্জিলিং জেলায় ১২৯ ডাক্তার, স্টাফ নার্স

দার্জিলিং জেলায় ১২৯ ডাক্তার, স্টাফ নার্স

93
0
Swastha Bhaban
Swastha Bhaban

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, স্পেশ্যালিস্ট সহ বিভিন্ন পদে ১২৯ জনকে নিচ্ছে দার্জিলিং জেলার চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের অফিসে। এটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। তবে ভাল কাজের নিরিখে ও প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়তে পারে। একজন প্রার্থী একাধিক পদের জন্যও আবেদন করতে পারেন।

মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি (এসএমসি): শূন্যপদ ২১টি। স্টাফ নার্স (এসএমসি): শূন্যপদ ২২টি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (এসএমসি): শূন্যপদ ২০টি। পার্ট টাইম স্পেশালিস্ট (মেডিসিন) মেডিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। পার্ট টাইম স্পেশালিস্ট (পেডিয়াট্রিক) মেডিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। পার্ট টাইম স্পেশালিস্ট (জি অ্যান্ড ও) মেডিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। পার্ট টাইম স্পেশালিস্ট (অপথ্যালমোলজিস্ট) মেডিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। মেডিক্যাল অফিসার ফুল টাইম: শূন্যপদ ৮টি। স্টাফ নার্স: শূন্যপদ ৬টি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (এসএমসি): শূন্যপদ ৪৪টি।

প্রার্থীবাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। মেডিক্যাল ও স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৩ ফেব্রুয়ারি এবং স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৪ ফেব্রুয়ারি।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.wbhealth.gov.in/recruitment ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে মূল ও সেগুলির স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে ওপরে বলা তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে এই ঠিকানায়: Office of the Chief Medical Officer of Health, Daljeeling & District Health & Family Welfare Samiti, Siliguri Mahakuma Parishad Building (2nd Floor), Hakimpara, Landmark-Near Bhutia Market, Siliguri-734001. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here