কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কনস্টেবল (ট্রেডসম্যান) পদে মোট ১২৮৪ জন তরুণ-তরুণীকে নিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে। নিয়োগ হবে ২০২৩ বর্ষে। প্রতিবন্ধীরা আবেদন করবেন না। একই রাঙ্ক এবং পে গ্রেডে কর্মরতরা আবেদনের যোগ্য নন।
কনস্টেবল (ট্রেডসম্যান) পুরুষ:- মোট শূন্যপদ ১২২০টি। এরমধ্যে- পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য মোট শূন্যপদ ৯২টি। কনস্টেবল (ট্রেডসম্যান) মহিলা:- মোট শূন্যপদ ৬৪টি। এরমধ্যে- পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য মোট শূন্যপদ ৫টি।
বিভিন্ন এলাকার পুরুষ প্রার্থীদের উচ্চতা, বুকের ছাত্র মাপ এবং মহিলা প্রার্থীদের উচ্চতা, দৃষ্টি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক দৃষ্টি থাকলে আবেদন করা যাবে না। রঙ চেনাল ক্ষমতা হতে হবে CP.III মানের। প্রার্থীদের ওজন হতে হবে সেন্ট্রাল আমড পুলিশ ফোর্স, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং অসম রাইফেল-২০১৫ -তে নিয়োগের মেডিক্যাল এক্সামিনেশন টেস্টের ইউনিফর্ম গাইডলাইনস অনুযায়ী।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, প্রমাণপত্র যাচাই, ট্রেড টেস্ট এবং ভালভাবে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রার্থিবাছাইয়ের চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে মেধার ভিত্তিতে। কললেটার/ অ্যাডমিট কার্ড সম্পর্ক জানানো হবে অনলাইনে ই-মেল/ এসএমএস -এর মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে http://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। পরবর্তীতে চিঠিপত্র পাঠানো হবে ই-মেল/ এসএমএস -এর মাধ্যমে। ওয়ান-টাইম-রেজিস্ট্রেশনের সময়ে পাওয়া রেজিস্ট্রেশন-আইডি এবং পাসওয়ার্ডটি যত্ন করে লিখে রাখবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে