কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১২৫টি শ্লটে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে। ২০২৩-২৪ সালের জন্য ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসেস রুলস ১৯৬২ -র অধীনে। ট্রেনিংয়ের মেয়াদ RDAT/কলকাতার নির্দেশ অনুসারে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন বর্তমান নিয়ম অনুযায়ী।
অ্যাক্ট অ্যাপ্রেন্টিস: মোট শ্লট ১২৫টি। ট্রেনিং হবে ফিটার, ইলেক্ট্রশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার ট্রেডে। নির্বাচিত প্রাক্তন সৈনিক প্রার্থীদের উপযুক্ত বিভাগে (UR/SC/ST/OBC) স্থাপন করা হবে।
১০+২ সিস্টেমে (ঐচ্ছিক/অতিরিক্ত বিষয় বাদ দিয়ে গড়ে) মোট অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সঙ্গে, সংশ্লিষ্ট ট্রেডে, এনসিভিটি অনুমোদিত (বাধ্যতামূলক) আইটিআই শংসাপত্র থাকলে আবেদন করতে পারেন। ১-১-২০২৩ তারিখের হিসেবে বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কোনও অতিরিক্ত ওয়েটেজ পাবেন না। এনসিভিটি ছাড়া অন্য আইটিআই প্রার্থীরা আবেদন করবেন না এবং ওপরে উল্লিখিত ট্রেড ছাড়া অন্য কোনও ট্রেডের প্রার্থীরা আবেদন করবেন না।
প্রার্থিবাছাই হবে মাধ্যমিক/ সমতুল পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে সঙ্গে আইটিআই পাশ সার্টিফিকেট থাকা চাই। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে স্লটের সমসংখ্যক প্রার্থীকে নিয়ে।
আবেদন করার আগে apprenticeshipindia.org -তে নিজের নাম রেজিস্টার করতে হবে। আবেদন করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন https://mtp.indianrailways.gov.in/ ওয়েবসাইটে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের গেজেটেড অফিসারকে দিয়ে প্রত্যয়িত করানো যাবতীয় প্রমাণপত্র, ৫ টাকার ডাকটিকিট সাঁটা ২টি অতিরিক্ত খাম, PFA, Metro Railway, Kolkata -র অনুকূলে কাটা এবং GPO/Kolkata -তে প্রদেয়) ১০০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার (তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা/ মাইনরিটিজ এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের পোস্টাল অর্ডার দিতে হবে না), এখনকার তোলা ২টি পাসপোর্ট মাপের ছবি (দরখাস্ত এবং কললেটারের নির্দিষ্ট জায়গায় সেঁটে) দিতে হবে।
পূরণ করা আবেদনপত্র এবং কললেটার পাঠাতে হবে- Dy. CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru Road, Kolkata-700071. ঠিকানায়, ৬ মার্চের মধ্যে। যাবতীয় প্রমাণপত্র ও আবেদনপত্র ভরা খামের ওপর লিখবেন “Application for Metro Raillway” against Notice No. 01/2023 /Metro Railway/ Kolkata dated 07.02.2023 for engagement of Act Apprentices. অফিসিয়াল ওয়েবসাইট https://mtp.indianrailways.gov.in/ বিজ্ঞপ্তি নং 01/23/Metro Railway/Kolkata. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ও বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে