Home Central Government ভারতীয় সেনায় ১১৯ গ্রুপ-সি

ভারতীয় সেনায় ১১৯ গ্রুপ-সি

91
0
Indian Army
Indian Army

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাল্টি টাস্কিং স্টাফ, লস্কর, কার্পেন্টার, ফিটার জেনারেল মেকানিক, লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহ আরও অন্যান্য গ্রুপ-সি পদে ১১৯ জনকে নিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং, পুনায়।

পদ অনুযায়ী শূন্যপদ, সংরক্ষণ, শিক্ষাগত যোগ্যতা এবং মাইনের বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

সিভিলিয়ন মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং বাকি সব পদের ক্ষেত্রে 7য়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং স্কিল/ প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে। পরীক্ষায় থাকবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রশ্ন হবে দশম/ দ্বাদশ/ ডিগ্রি মানের। জেনারেল ইংলিশ পেপার ছাড়া বাকি সব পেপার হবে ইংরিজি ও হিন্দিতে। স্কিল/ প্র্যাক্টিক্যাল টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের জানানো হবে রেজিস্টার্ড ই-মেলের মাধ্যমে। সিলেবাস পাবেন নীচর বলা ওয়েবসাইটে। পরীক্ষা হবে পুনাতে। প্রার্থীকেই নিজের থাকা, খাওয়ার ব্যবস্থা করতে হবে।

আবেদন করবেন অনলাইনে https://cmepune.edu.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ মার্চের মধ্যে। একাধিক পদে আবেদন করতে পারেন। তবে মেধা এবং প্রার্থীর প্রথম পছন্দের ওপর ভিত্তি করে কেবল একটি পদের জন্যই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ পিএসইউ -তে কর্মরত প্রার্থীরা, কর্তৃপক্ষের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের প্রিন্টআউট পাঠাবেন ৪ মার্চের মধ্যে। এই ঠিকানায়: Recruitment Cell, F CBRNP, CME, Dapodi, Pune- 411031. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here