কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র টেকনিশিয়ান পদে ১১২ জনকে নিচ্ছে লাসিকের কারেন্সি নোট প্রেসে। নিয়োগ হবে সংস্থার ওয়ার্কশপে, W-1 লেভেলে, নীচে বলা ৬টি ট্রেডে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ- ইলেক্ট্রিক্যাল ট্রেড): শূন্যপদ ৬টি। জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ- মেশিনিস্ট ট্রেড): শূন্যপদ ২টি। জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ- ফিটার ট্রেড): শূন্যপদ ৪টি। জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ- ইলেক্ট্রনিক্স ট্রেড): শূন্যপদ ৪টি। জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ- এয়ারকন্ডিশনিং ট্রেড): শূন্যপদ ৪টি। জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ- প্রিন্টিং/ কন্ট্রোল ট্রেড): শূন্যপদ ৯২টি। প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত, পুরো সময়ের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে।
সব পদের ক্ষেত্রেই ১০-১১-২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। জুনিয়র টেকনিশিয়ান পদের মাইনে ১৮,৭৮০ – ৬৭,৩৯০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। নির্দিষ্ট কেন্দ্রগুলিতে পরীক্ষা হবে সম্ভাব্য ২০২৪ সালের জানুয়ারি/ ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং নতুন তথ্য পাবেন https://cnpnashik.spmcil.com ওয়েবসাইটে।
রেজিস্ট্রেশন এবং আবেদন করবেন ওপরে বলা ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে, ১৮ নভেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CNPN/HR/Rect./01/2023. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে