কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এয়ার ফোর্স অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং রিটেন টেস্ট (A4TWT) – ০১/ ২০২৩ কোর্সগুলিতে ১০৮ অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারতীয় বায়ু সেনায়। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (টেকনিক্যাল ট্রেডগুলিতে) শুরু হবে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে। প্রতিটি ট্রেডে ট্রেনিংয়ের মেয়াদ ওয়েবসাইটে পাওয়া যাবে। যাঁরা ইতিমধ্যে অ্যাপ্রন্টিস ট্রেনিং নিয়েছেন বা অন্য প্রতিষ্ঠানে এখন ট্রেনিং নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে ৮,৮৫৫ টাকা।
A4TWT Entry -তে ট্রেনিং হবে এইসব ট্রেডে- মেশিনিস্ট, শিট মেটাল, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), মেকানিক রেডিও রাডার এয়ারক্রাফট বা ইলেক্ট্রনিক মেকানিক, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান এয়ারক্রাফট এবং ফিটার/ মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স। সংরক্ষণ থাকবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১, অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী।
মাধ্যমিক/ সমতুল পাশ এবং আইটিআই (এনসিভিটি) পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিক পাশ হলে ভালো। ১-৪-২০২৩ তারিখে বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। সংরক্ষিতরা বয়সের ছাড় পাবেন। উচ্চতা অন্তত ১৩৭ সেমি এবং ওজন অন্তত ২৫.৪ কেজি।
প্রার্থিবাছাই প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ১ মার্চ ২০২৩ পর্যন্ত, এয়ার ফোর্স স্টেশন, ওঝার (নাসিক) -এ। লিখিত ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে। বৈধ সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। দশম/ দ্বাদশ/ আইটিআইয়ের মেধা এবং প্র্যাক্টিক্যালের নম্বরের ভিত্তিতে প্রার্থীবাছাই হবে। যাতায়াতে কোনও টিএ/ ডিএ পাবেন না এবং থাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে।
প্রার্থীরা আবেদনপত্র পূরণ করবেন কেবলমাত্র অনলাইনে http://apprenticeshipindia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে। পদ্ধতি পাবেন ওপরে বলা ওয়েবসাইটে। অনলাইন রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড নম্বরটি প্রয়োজন হবে। এছাড়া প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। আবেদনপত্র পূরণ করার সময় মাধ্যমিক/ সমতুল পাশের সার্টিফিকেট, উচ্চমাধ্যমিক/ সমতুল পাশের মার্কশিট, আইটিআই সার্টিফিকেট, (৫০ কেবি সাইজের মধ্যে) (শিখ ছাড়া অন্যরা খালি মাথায়) এখনকার তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, নিজের সই – এসবের স্ক্যান আপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।