কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১০৫ জুনিয়র রিসার্চ ফেলো নিচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, মুম্বই। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা এই কেন্দ্রে জুনিয়র রিসার্চ ফেলোশিপের অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারেন। সমস্ত নির্বাচিত প্রার্থীরা হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটে পিএইচডি-র জন্য রেজিস্টার করবেন।
সায়েন্স ডিসিপ্লিনে রিসার্চ প্রোজেক্ট এরিয়াগুলি হল: ফিজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস। ৩টি রিসার্চ প্রোজেক্টের এরিয়াগুলি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বি.এসসি. স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর এবং এম.এসসি. স্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বি.এসসি. ও এম.এসসি. ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। মূল বিষয় ফিজিক্স বা কেমিস্ট্রি বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোন স্তরে কি কি বিষয় থাকতে হবে তার বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। মোট শূন্যপদ ১০৫টি। ৩১.০৮.২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
দরখাস্ত খুঁটিয়ে দেখে, একাডেমিক পারফরম্যান্স এবং জাতীয় যোগ্যতা পরীক্ষায় প্রাপ্ত স্কোরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য প্রার্থিবাছাই করা হবে। আগের একাডেমিক রেকর্ডের ভিত্তিতে বাছাইয়ের পর জাতীয় যোগ্যতা পরীক্ষায় প্রাপ্ত স্কোরের ভিত্তিতে বাছাই হবে। ইন্টারভিউ হবে সম্ভাব্য সেপ্টেম্বর/ অক্টেবর মাসে। এসব সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন http://www.barc.gov.in এবং https://recruit.barc.gov.in ওয়েবসাইটে।
শুরুতে জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে ২ বছরের জন্য নেওয়া হবে এবং তখন ফেলোশিপ মাসে ৩১,০০০ টাকা। প্রতি বছরের শেষে সন্তোষজনক কাজ এবং রিভিউয়ের ভিত্তিতে ফেলোশিপের মেয়াদ বাড়তে পারে। কাজ সন্তোষজনক হলে মেয়াদ বাড়ার সাথে, সিনিয়র রিসার্চ ফেলোশিপ (SRF) -এ আপগ্রেড হলে তৃতীয় বছর থেকে থোক ফেলোশিপ মাসে ৩৫,০০০ টাকা। বই ভাতা সহ কন্টিনজেন্সি গ্রান্ট বছরে ৪০,০০০ টাকা।
অনলাইন আবেদন করার সময় ৫০০ টাকা ফি দিতে হবে, অনলাইনে। মহিলা/ তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। ফি পেমেন্টের সময় অ্যাপ্লিকেশন নম্বরের প্রয়োজন হবে।
আবেদন করবেন অনলাইনে https://recruit.barc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ আগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং 04/2023(R-V). আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে