কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্যারামেডিক্যাল স্টাফ পদে ১,০৩৮ জনকে নিচ্ছে দেশের ২০টি রাজ্যের এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনে। নিয়োগ হবে মেকানিক, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন বিভাগে।
পশ্চিমবঙ্গে: শূন্যপদ ৪২টি। উত্তর-পূর্বাঞ্চলে: শূন্যপদ ১৩টি। ওড়িশায়: শূন্যপদ ২৮টি। বিহারে: শূন্যপদ ৬৪টি। চন্ডীগড় ও পাঞ্জাবে: শূন্যপদ ৩২টি। ছত্রিশগড়ে: শূন্যপদ ২৩টি। দিল্লি (এনসিআর): শূন্যপদ ২৭৫টি। গুজরাটে: শূন্যপদ ৭২টি। হিমাচলপ্রদেশে: শূন্যপদ ৬টি। জম্মু ও কাশ্মীরে: শূন্যপদ ৯টি। ঝাড়খণ্ডে: শূন্যপদ ১৭টি। কর্ণাটকে: শূন্যপদ ৫৭টি। কেরলে: শূন্যপদ ১২টি। মধ্যপ্রদেশে: শূন্যপদ ১৩টি। মহারাষ্ট্রে: শূন্যপদ ৭১টি। রাজস্থানে: শূন্যপদ ১২৫টি। তামিলনাড়ুতে: শূন্যপদ ৫৬টি। তেলেঙ্গানায়: শূন্যপদ ৭০টি। উত্তরপ্রদেশে: শূন্যপদ ৪৪টি। উত্তরাখণ্ডে: শূন্যপদ ৯টি।
বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ ও সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট/ ডিপ্লোমা পাশ। অথবা গ্র্যাজুয়েশন/ ডিপ্লোমা পাশ।
বয়স হতে হবে পদ অনুযায়ী ১৮ থেকে ২৫ বা ৩২ বা ৩৭ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, কিছু পদের ক্ষেত্রে টাইপিং/ ডেটা এন্ট্রি টেস্ট, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://esic.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ অক্টোবরের মধ্যে। ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে