Home Central Government অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টে ১০০ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট

অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টে ১০০ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট

85
0
Aeronautical Development
Aeronautical Development

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেধাবি খেলোয়াড়দের থেকে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-১ পদে ১০০ জনকে নিচ্ছে অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে। ২ বছরের চুক্তিরভিত্তিতে নিয়োগ হবে মেকানিক্যাল, অ্যারোনোটিক্যাল, সিভিল সহ বিভিন্ন ডিসিপ্লিনে। তবে চুক্তির মেয়াদ ৪ বছর পর্যন্ত বাড়তে পারে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

মেকানিক্যাল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল/ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ২৩টি। অ্যারোনোটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ২টি। সিভিল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ২টি। কম্পিউটার সায়েন্স/ ইনফো টেক/ ইনফো সায়েন্স: মোট শূন্যপদ ২৫টি। ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: মোট শূন্যপদ ৪৮টি।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির বি ই/ বি টেক এবং বৈধ গেট স্কোরকার্ডধারীরা বা প্রথম শ্রেণির বি ই/ বি টেক এবং এম ই/ এম টেক পাশরা বা প্রথম শ্রেণির বি ই/ বি টেক এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।

বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী স্টাইপেন্ড প্রতিমাসে ৩৭,০০০ বা ৩১,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউ/ লিখিত পরীক্ষার মাধ্যমে। মেকানিক্যাল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল/ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে ইন্টারভিউ/ লিখিত পরীক্ষা হবে ৪ সেপ্টেম্বর, অ্যারোনোটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে  ইন্টারভিউ/ লিখিত পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর,  কম্পিউটার সায়েন্স/ ইনফো টেক/ ইনফো সায়েন্স শাখার ক্ষেত্রে ইন্টারভিউ/ লিখিত পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর এবং ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স শাখার ক্ষেত্রে ইন্টারভিউ/ লিখিত পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর। আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.ada.gov.in ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত সহ ওপরে বলা তারিখের ইন্টারভিউ/ লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: ADA Campus-2, Suranjandas Road, New Thippasandra Post, Bengaluru – 560 075. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ADV-122. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here