কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে ১০০ জনকে নিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনে। এটি ভারত সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল সহ বিভিন্ন ডিসিপ্লিনে। প্রার্থীকে ২০২২ সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
মেকানিক্যাল (পোস্ট নং: 2022/06): শূন্যপদ ২৭টি। ইলেক্ট্রিক্যাল (পোস্ট নং: 2022/07): শূন্যপদ ৪৫টি। সিভিল (পোস্ট নং: 2022/08): শূন্যপদ ৯টি। সি অ্যান্ড আই (পোস্ট নং: 2022/09): শূন্যপদ ৯টি। ইনফর্মেশন টেকনোলজি (পোস্ট নং: 2022/10): শূন্যপদ ৫টি। কমিউনিকেশন (পোস্ট নং: 2022/11): শূন্যপদ ৫টি।
মোট অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৬০) শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ২০২২ সালের গেট পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩১-১২-২০২২ তারিখের হিসেবে ২৯ বছরের মধ্যে। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে গেট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে https://www.dvc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ ডিসেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে এইবিআই কালেক্ট ফেসিলিটের মাধ্যমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: PLR/GET 2022/02. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।