কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১০০ জনকে নিচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসআইডিবিআই)। নিয়োগ হবে জেনারেল স্ট্রিমে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে।
মোট শূ্ন্যপদ ১০০টি। এলএলবি/ বি.টেক./ সিএ/ পিএইচ.ডি. বা যে কোনও ফিল্ডের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৪-১২-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১৪-১২-১৯৯৪ থেকে ১৫-১২-২০০১ তারিখের মধ্যে। মাইনে ২৮,১৫০ – ৫৫,৬০০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে কলকাতা, চেন্নাই, নতুন দিল্লি, মুম্বই এবং লক্ষ্ণৌ -তে। যাবতীয় প্রমাণপত্র দেখাতে হবে ইন্টারভিউয়ের সময়।
আবেদন-কাম-ইন্টিমেশন ফি বাবদ মোট দিতে হবে ১,১০০ (আবেদনের ফি ৯২৫ + ইন্টিমেশন চার্জ ১৭৫) টাকা। তফশিলি এবং প্রতিবন্ধী প্রার্থীরা দেবেন কেবল ইন্টিমেশন চার্জ ১৭৫ টাকা।
আবেদন করবেন অনলাইনে www.sidbi.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 01/Grade A/2022-23. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে