কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে 506 টি কমান্ডান্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত
কেন্দ্রীয় সরকার বর্তমানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে 506 টি কমান্ডান্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীদের 14 মে, 2024-এর মধ্যে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন বাহিনীতে কত শূন্যপদ:
সীমান্ত রক্ষী বাহিনী (BSF): 186
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF): 120
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF): 100
ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (ITBP): 58
সশস্ত্র সীমা বল (SSB): 42
যোগ্যতা:
প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
10+2 পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর থাকতে হবে।
শারীরিকভাবে ফিট হতে হবে।
ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন করার পদ্ধতি:*
আবেদনকারীদের প্রথমে লগ ইন করতে হবে।
তারপর “New User Registration”-এ ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে, প্রার্থীরা “Online Application Form”-এ ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
সবশেষে, “Submit”-এ ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন জমা করার শেষ তারিখ: 14 মে, 2024।

