প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে ৭০ জনকে নিচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাট। নিয়োগ হবে বিভিন্ন স্কুলে এবং স্কুলের অধীনে বিভিন্ন সেন্টারে। প্রফেসরের শূন্যপদ ১৭টি, অ্যাসোসিয়েট প্রফেসরের শূন্যপদ ২৮টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদ ২৫টি। প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ রয়েছে।
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে।
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মাইনে যথাক্রমে – ১,৪৪,২০০ – ২,১৮,২০০ টাকা, ১,৩১,৪০০ – ২,১৭,১০০ টাকা এবং ৫৭,৭০০ – ১,৮২,৪০০ টাকা।
দরখাস্তের ফি বাবদ ৫০০ (ওবিসি/ আর্থিকভাবে দুর্বল হলে ২৫০) টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।ফি দেবেন অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ এটিএম-কাম-ডেবিট কার্ডের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে www.cug.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ ফেব্রুয়ারির মধ্যে। দরখাস্তের প্রিন্ট নিয়ে পাঠাতে হবে এই ঠিকানায়: “Recruitment Cell, Central University of Gujarat, Sector – 29, Gandhinagar, Gujarat, India- 382 030. পৌঁছনো চাই ৯ মার্চের মধ্যে। সঙ্গে দিতে হবে যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি। প্রতিষ্ঠানের ই-মেল আইডি recruitmentcell@cug.ac.in।আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।