কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি : আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফল বের হচ্ছে । ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। রেকর্ড সময়ে এবার ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে সংসদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে ফলপ্রকাশের দিন ও সময় জানিয়েছেন। এক্ষেত্রে জানা গিয়েছে, বেলা ১২টায় ফল প্রকাশ হবে। আগামী ৩১ মে ছাত্র-ছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। উল্লেখ করা যায়, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। তা শেষ হয় ২৭ মার্চ। প্রতি বছরের মতো এবারও রেজাল্ট দেখা যাবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে। পাশাপাশি এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে।(ছবি: সংগৃহীত)