Home Trending News হিন্দুস্তান কপার লিমিটেডে ১৬১ অ্যাপ্রেন্টিস

হিন্দুস্তান কপার লিমিটেডে ১৬১ অ্যাপ্রেন্টিস

80
0
hindustan copper
hindustan copper

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে ১৬১ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডে। অ্যাপ্রেন্টিসেস এক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে মেট, ব্লাস্টার, ফিটার সহ বিভিন্ন ট্রেডে।
ট্রেড অনুযায়ী আসন সংখ্যাগুলি হল— মেট (মাইনস): আসন সংখ্যা ৩০টি। ট্রেনিংয়ের মেয়াদ ৩ বছর। ব্লাস্টার (মাইনস): আসন সংখ্যা ৩০টি। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর।
১০+২ পদ্ধতিতে দশম/ মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
ফিটার: আসন সংখ্যা ২৫টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। টার্নার: আসন সংখ্যা ৫টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেক্ট্রিক): শূন্যপদ ১৫টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ৩০টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ইলেক্ট্রনিক্স মেকানিক: আসন সংখ্যা ৬টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ড্রাফটসম্যান (সিভিল): আসন সংখ্যা ৩টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): আসন সংখ্যা ২টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। মেকানিক ডিজেল: আসন সংখ্যা ১০টি। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। পাম্প অপারেটর কাম মেকানিক: আসন সংখ্যা ১টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: আসন সংখ্যা ২টি। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ওয়্যারম্যান: আসন সংখ্যা ২টি। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর।
১০+২ পদ্ধতিতে দশম/ মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
যাঁরা ২০১৬ সালের পূর্বে আইটিআই পাশ করেছেন, “তাঁরা পূর্বে কোনও এপ্রেন্টিসশিপ ট্রেনিং নেননি বা বর্তমানে কোথাও কাজ করছে না” এই মর্মে ম্যাজিস্ট্রেট/ নোটারি পাবলিকের থেকে এফিডেভিট নিতে হবে। এছাড়া ডিপ্লোমা/ বি ই বা সমতুল উচ্চ শিক্ষার প্রার্থীরা আবেদন করবেন না। অন্যদিকে বি এ/ বিএসসি/ বি কম বা সমতুল উচ্চ শিক্ষার প্রার্থীরা অতিরিক্ত সুবিধা পাবেন না।
বয়স হতে হবে ২৮-১-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। শুরুতে ট্রেনিং। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন।
প্রার্থীবাছাই হবে মাধ্যমিক ও আইটিটি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
আবেদনের জন্য প্রথমে http://www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। মনে রাখবেন অনলাইন আবেদন করার জন্য ওপরে বলা ট্রেডে রিজিওনাল ডিরেক্টরেটস অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন থাকা আবশ্যিক। এবার হিন্দুস্তান কপারে আবেদন করবেন অনলাইনে www.hindustancopper.com ওয়েবসাইটের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ্য ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি ও কালো কালি দিয়ে করা সই (উভয় ৫০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখার। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: HCL/KCC/HR/Trade Appt/3/2019. আরও বিস্তারিত জানতে পারবেন ওপারে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here