
সায়েন্টিস্ট (এফ, ডি, সি এবং বি) পদে ৮ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজিতে। প্রথমে অনলাইন দরখাস্ত করে তারপর প্রিন্ট নিয়ে ১০০ টাকার ডিমান্ড ড্রাফট-সহ পাঠাতে হবে নীচের ঠিকানায়। সায়েন্টিস্ট এফ এবং ডি -এর শূন্যপদ ১ টি করে। দুটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। সায়েন্টিস্ট সি -এর শূন্যপদ ৪ টি। বয়স হতে হবে সাধারণ প্রার্থীর ৪০ ও তফশিলি উপজাতি প্রার্থীর ৪৫ বছরের মধ্যে। সায়েন্টিস্ট বি -এর শূন্যপদ ২ টি। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে যথাক্রমে ১,৩১,১০০ – ২,১৬,৬০০ টাকা, ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা, ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা এবং ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
দরখাস্ত করবেন প্রথমে অনলাইনে www.nihroorkee.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মার্চের মধ্যে। এরপর দরখাস্তের প্রিন্ট নিয়ে মূল ডিমান্ড ড্রাফট-সহ তা পাঠাতে হবে এই ঠিকানায়: Senior Administrative Officer, National Institute of Hydrology, Jalvigyan Bhawan, Roorkee- 247 667, Distt. Haridwar (Uttarakhand). পৌঁছনো চাই ২৩ মার্চের মধ্যে।এ-৪ মাপের দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন “APPLICATION FOR THE POST OF ………”. নিয়োগের বিজ্ঞপ্তি নং NIHR/ESTABLISHMENT/2019/02. শিক্ষাগত যোগ্যতা, বাঞ্ছনীয় যোগ্যতা, দরখাস্তের পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।