Home Miscellaneous শেষ পূর্ণাঙ্গ বাজেট নির্মলার

শেষ পূর্ণাঙ্গ বাজেট নির্মলার

46
0
budget nirmala
budget nirmala

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনের পূর্বে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশকেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷ সংসদে বাজেট বক্তৃতায় ৭টি বিষয়ের জোর দেওয়ার বার্তা। প্রধানমন্ত্রীর স্বপ্ন-“সবকা সাথ সবকা বিকাশ”এই পরিকল্পনা মাথায় রেখেই বাজেট তৈরি ৷

কৃষি প্রধান দেশে এবার কৃষিক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামোয় জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ কৃষিক্ষেত্রে স্টার্টআপের ওপর জোর দেওয়া হয়েছে ৷ কর্মসংস্থানের বিষয়টি মাথায় রাখা হয়েছে। আবার মৎস্য সম্পদ বৃদ্ধি যোজনায় বিনিয়োগে নজর। পর্যটন শিল্পে সম্ভাবনার বিষয়টি ভেবেই পর্যটনে বরাদ্দ বাড়ানো ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর লাদাখ উন্নয়নে বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা।

অন্যদিকে পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়ছে ভারতীয় রেলে। বাজেটে আরও বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা। আন্তর্জাতিক মানের স্টেশন তৈরির বিষয়টিও রয়েছে। এবারের বাজেটে আরও বেশ কিছু হাই স্পিড ট্রেন চালানোর ঘোষণা। এবারের বাজেটে ২০০টি বন্দে ভারত ট্রেন পাচ্ছে বলে খবর ।

এই বাজেটে ২০২৪ সালের আর্থিক বছরের হিসেবে রেলের খাতে আসতে পারে ১.৯ লাখ কোটি টাকা,এমনটাই জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, যা চলতি বছরে রয়েছে ১.৪ লাখ কোটি টাকা। চলতি বছরের তুলনায় ৩০ শতাংশ বাড়তে পারে বাজেট বরাদ্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়েছেন, এই বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে। (ছবি: সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here