কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক ২০২৩ সালের ফল প্রকাশ। এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল বের হল। ৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কলকাতা এই প্রথম মেধা তালিকার বাইরে। এবার সেরা দশে মোট ১১৮ জন পড়ুয়া রয়েছেন । এবার প্রথম হয়েছেন ১ জন। দেবদত্তা মাঝি সম্ভাব্য পূর্ব বর্ধমান থেকে ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন ২ জন। তৃতীয় হয়েছেন ৬ জন পড়ুয়া । উল্লেখ করা যায়,এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯৭২১২ জন ৷ এ বছর পরীক্ষায় মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে প্রথম। ৯৬.৮১শতাংশ পাশের হার । দ্বিতীয় কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। আবার ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন ৷ সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ নম্বর পেয়ে এবারের মাধ্যমিকে তৃতীয় স্থান পেয়েছেন। (ছবি: সংগৃহীত)