Home Miscellaneous বিদায় ২০২২ : একনজরে সেরা খবর

বিদায় ২০২২ : একনজরে সেরা খবর

34
0
2022 and news
2022 and news

কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি: ফিরে দেখা ২০২২। চলে গেল একটি বছর। স্বাগত ২০২৩। ইংরেজি নববর্ষের সূচনা। একনজরে গুরুত্বপূর্ণ খবর দেখে নেওয়া যাক।
রাষ্ট্রপতি ভোটে জয়ী হলেন দ্রৌপদী মুর্মু।
গুজরাট বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি।
হিমাচল প্রদেশ কংগ্রেসের দখলে।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর সুরলোকে পাড়ি দিলেন।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ।
সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র প্রয়াত হলেন।
বাপ্পি লাহিড়ী-র প্রয়াণ।
ভূপিন্দর সিং, কৃষ্ণকুমার কুন্নথ প্রমুখ সঙ্গীত শিল্পী সুরলোকে চলে গেলেন।
প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার।
শাঁওলী মিত্রের প্রয়াণ।
ফুটবল কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হলেন ।
সাহিত্যিক নারায়ণ দেবনাথ প্রয়াত হলেন।
রাজনৈতিক ব্যক্তিত্ব মুলায়ম সিংহ যাদব ও সাধন পাণ্ডের প্রয়াণ ।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিভি আনন্দ বোস।
পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া মেলোনি।
স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামচরণ নেগি ১০৬ বছর বয়সে প্রয়াত হলেন।
ক্ষুধা সূচকে ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বরে ভারত।
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে “অল দাট ব্রিদস”-এর জন্য “গোল্ডেন আই’ পুরস্কার বিজয়ী তরুণ বাঙালি পরিচালক শৌনক সেন।
এভারেস্ট জয়ী চন্দননগরের কন্যা পিয়ালি বসাক।
প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন হিন্দি সাহিত্যিক গীতাঞ্জলি শ্রী।
দক্ষিণ ভারত থেকে “ভারত জোড়ো যাত্রা” শুরু করলেন রাহুল গান্ধী। তামিলনাড়ুর কন্যা কুমারীতে যাত্রা শুরু হয়।
ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
জি-২০-র সভাপতিত্ব পেল ভারত। শীর্ষ সম্মেলন হবে এদেশে।
বিশ্বের জনসংখ্যা পৌঁছাল ৮০০ কোটিতে।
কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ফাইনালে পরাজিত ফ্রান্স।
সম্রাট পেলের প্রয়াণ। (ছবি:সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here