প্রয়াত সম্রাট পেলে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন। প্রয়াত হলেন সম্রাট পেলে। আরান্তেস ডো নাসিমেন্তো পেলে ব্রাজিলিয়ান লিগে মাত্র ১৬ বছর বয়সে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বহু রেকর্ড গড়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল সর্বাধিক ৫৪১ টি গোল ৷ ১২৯৭টি গোল করেছিলেন পেলে। ব্রাজিলে তাঁর জন্ম। ফুটবলের কৃতিত্বের জন্য তাঁকে জাতীয় নায়ক বিবেচনা করা হয়। এক মরশুমে সর্বাধিক ৭৭ টি গোল করে নজির গড়েছেন পেলে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ব্রাজিলের রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি।
দরিদ্র ও অসহায় মানুষদের জন্যও কাজ করেছেন। ব্রাজিল সহ সারা বিশ্বের গ্লোবাল অ্যাডভোকে়ড হিসেবে কাজ করেছেন ৷ ৮২ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটল। তাঁর নেতৃত্বে বিশ্বকাপ পায় ব্রাজিল। ১৯৫৮,১৯৬২ সালের বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ ছিল। পেলে স্যান্টোসের জুটিতে খেলেছেন। তাঁর দল ১৯৬২ সালে ইন্টারকন্টিনেন্টল কাপ এবং ১৯৬৩ সালে কোপা লিবারেটোডরেস জয়ী হয়। পেলের মৃত্যুর খবরে শোক গোটা বিশ্বে। মারণরোগে অবশেষে লড়াই থেমে গেল বিশ্বজয়ীর। (ছবি: সংগৃহীত)