Home Miscellaneous পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ : একঝলকে জিনিসের দাম

পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ : একঝলকে জিনিসের দাম

34
0
budget 2023
budget 2023

কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি : সংসদে শেষ পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একঝলকে জেনে নিন কোন কোন জিনিসের দাম কমল বা বাড়ল। কেন্দ্রীয় সরকারের এটি দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে দাম কমল মোবাইল ফোনের। কমেছে টিভির দাম। কমেছে দাম ইলেকট্রিক যানবাহনেরও।
বাজেটে দাম কমল হিরের গয়নার। পাশাপাশি দাম বেড়েছে সোনার। দাম কমল সাইকেলের। বাজেটে দাম বেড়েছে সিগারেটের। বেড়েছে ইলেকট্রিক চিমনি ও তামার স্ক্র্যাপের। দাম বেড়েছে কম্পাউন্ড রবারের। দাম কমল ইথাইল অ্যালকোহলের। অন্যদিকে দাম বেড়েছে জামাকাপড়ের। (ছবি: সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here