কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি : ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে আরবিআই(RBI)। দেশের প্রত্যেক নাগরিককে তাঁদের কাছে থাকা যাবতীয় ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হল। এরপর ৫০০টাকার নোটের গুরুত্ব বাড়বে। ভারতে বড় নোট ৫০০ টাকা হতে চলেছে। আরবিআই সূত্রের খবর,প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আসল ও জাল ৫০০ টাকার নোট শনাক্ত করতে সক্ষম হওয়া উচিত। উল্লেখ করা যায়, ২০১৬ সালে নোটবন্দির পর পরই দেশে ২০০০ টাকার নোট চালু হয়। ২০০০ টাকার নোট অবশ্য অবৈধ ঘোষণা করা হয়নি। সর্বশেষ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোটগুলির প্রচলন থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ৫০০ টাকার জাল নোট চেনার বেশ কিছু পদ্ধতির কথা জানানো হয়েছে তারই একঝলক জেনে নেওয়া যেতে পারে।
(১)৫০০ টাকার নোটের সামনে মহাত্মা গান্ধির ছবি থাকে । ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরও থাকে। নোটের উল্টোদিকে “লাল কেল্লা”-র ছবি দেখতে পাওয়া যায়। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টা রয়েছে। এক্ষেত্রে আরবিআই সূত্রে বলা হয়েছে, যে সব বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে ৫০০ টাকার নোটের ক্ষেত্রে তা যদি না থাকে তবে তা জাল নোট গণ্য হবে। ওপরে উল্লেখ করা চিহ্নগুলির মাধ্যমে সহজেই ৫০০ টাকার জাল নোট শনাক্ত করতে সক্ষম হওয়া যাবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মোতাবেক ৫০০ টাকার আসল নোটের বিশেষত্বগুলি একঝলক দেখে নেওয়া যেতে পারে।
(১)আসল ৫০০ টাকার নোটের সাইজ হল- 66 মিমি x 150 মিমি।
(২) মাঝখানে থাকবে মহাত্মা গান্ধির ছবি।
(৩)মূল্য সংখ্যা ৫০০ দেবনাগরীতে লেখা থাকবে।
(৪)”ভারত” ও “INDIA” মাইক্রো অক্ষরে লেখা থাকবে।
(৫)মূল্য সংখ্যা ৫০০ চিহ্নিত করা হবে।
(৬) নোটের সামনের দিকে সাদা স্থান আলোয় দেখলে ৫০০-এর একটি চিত্র দৃশ্যমান হবে। সেখানে “ইন্ডিয়া” এবং “আরবিআই’ লেখা একটি স্ট্রিপ থাকবে। এক্ষেত্রে নোটটি কাত করলে স্ট্রিপের রঙ সবুজ থেকে নীল বর্ণ হয়ে যায়।
(৭)মহাত্মা গান্ধির প্রতিকৃতির ডানদিকে গভর্নরের স্বাক্ষর-সহ প্রতিশ্রুতি ধারা ও আরবিআই প্রতীক থাকবে। মহাত্মা গান্ধির প্রতিকৃতি এবং ইলেক্ট্রোটাইপ (500) ওয়াটারমার্ক করা হবে।
(৮)উপরে বাম ও নীচের ডানদিকে আরোহী ফন্টে সংখ্যা সহ একটি সংখ্যা প্যানেল থাকবে। নীচের ডানদিকে রুপির প্রতীক (₹500) রঙ পরিবর্তনকারী কালি যা সবুজ থেকে নীল হয় ।
(৯) ডান পাশে অশোক স্তম্ভের প্রতীক দৃশ্যমান থাকবে।
(ছবি : সংগৃহীত)