চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।
১) লোকসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন।
উঃ ২জন।
২) দুধে কোন জিনিস খুব কম পাওয়া যায়?
উঃ আয়রন।
৩) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় ?
উঃ গোদাবরীকে।
৪) শব্দের দ্রুত সংবহন হয় কোন মাধ্যমে?
উঃ অধিক ঘনত্বের মাধ্যমে (যেমন বায়ুর থেকে স্টিলের মধ্যে শব্দের দ্রুত সংবহন হয়)।
৫) কবির কার শিষ্য ছিলেন?
উঃ রামানন্দের।
৬) রক্তদান প্রথা প্রথম কোথায় চালু হয়েছিল?
উঃ লন্ডনে।
৭) “My Experiments with Truth” বইটির লেখক কে?
উঃ মহাত্মা গান্ধী।
৮) ভারতের সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ হয় কোথা থেকে?
উঃ আবগারি শুল্ক থেকে।
৯) বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সেতার।
১০) ভারতের কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় গঠিত হয় ?
উঃ মধ্যপ্রদেশ।
১১) পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত?
উঃ রেল জংশনের জন্য।
১২) NH 34 যুক্ত করে কোন দুটি জায়গাকে?
উঃ কলকাতা ও শিলিগুড়িকে।
১৩) সঞ্চয় কোষে কী সঞ্চিত হয় ?
উঃ রাসায়নিক শক্তি।
১৪) কোন ভাইসরয়ের আমলে দেশীয় সংবাদপত্রের আইন প্রণয়ন করা হয়েছিল?
উঃ লৰ্ড লিটন
১৫) কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ তোর্সা।
১৬) ভারতের জাতীয় ধ্বনি কি ?
উঃ জয়হিন্দ।
১৭) সংবিধানের কোন ধারা অনুযায়ী পদ্মশ্রী, ভারতরত্ন ইত্যাদি পুরস্কার দেওয়া হয়?
উঃ ধারা ১৮।
১৮) সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ কি রূপ হয়?
উঃ ক্ষারীয়।
১৯) ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারত বিশ্বে কত নম্বর স্থানে?
উঃ তৃতীয়।
২০) মস্তিষ্কের টিশুর রং কোন প্রকার?
উঃ ধূসর।