চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।
১) কোন রাজ্যে ডাক বিভাগ প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে মেল বিতরণ করেছে?
উত্তরঃ গুজরাট ।
২) ১৭ তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্য দেশ?
উত্তরঃ বাংলাদেশ।
৩) “পরম যোধা স্থান” কোন শহরে অবস্থিত?
উত্তর: নয়াদিল্লি।
৪) পাঞ্জাব সরকার সম্প্রতি চালু করা লোক মিলানি প্রোগ্রামের উদ্দেশ্য কী?
উত্তর: জনগণকে তাঁদের অভিযোগের প্রতিকারের জন্য একটি একক উইন্ডো প্ল্যাটফর্ম প্রদান করা।
৫) “গ্লোবাল কোলাবরেশন ভিলেজ” কোন সংস্থার নতুন উদ্যোগ?
উত্তরঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
৬) ভারত কোন দেশের সাথে “বিনিয়োগ (Initiative) চুক্তি” (IIA)’ স্বাক্ষর করেছে?
উত্তরঃ USA.
৭) কোয়াড লিডারস সামিট-2022 এর আয়োজক কোন দেশ?
উত্তরঃ জাপান।
৮) 2021-22 সালের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সরকারের কাছে উদ্বৃত্ত স্থানান্তরের পরিমাণ কত?
উত্তর: 30307 কোটি টাকা।
৯) “গ্লোবাল ফুড সিকিউরিটি-কল টু অ্যাকশন” শীর্ষক উচ্চ-মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছে কোন দেশ?
উত্তরঃ USA.
১০) কোন মন্ত্রণালয় “পৌর সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্টে সার্কুলার ইকোনমি”-র প্রতিবেদন প্রকাশ করেছে?
উত্তর: আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়।
১১) “India Technical and Economic Cooperation” (ITEC) কোন মন্ত্রকের সাথে যুক্ত?
উত্তর: পররাষ্ট্র মন্ত্রণালয়।
১২) “রামগড় বিষধরী অভয়ারণ্য” যাকে বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থান।
১৩) 2022 সালে অনুষ্ঠিত প্রথম অবিশ্বাস্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্স (IIICC) এর স্থান কোনটি?
উত্তরঃ মুম্বাই।
১৪) কোন প্রতিষ্ঠান “National Data & Analytics Platform” (NDAP) চালু করেছে?
উত্তরঃ নীতি আয়োগ।
১৫) 2022 টেম্পলটন পুরস্কারের প্রাপক কে?
উত্তর: ফ্রাঙ্ক উইলকজেক (Frank Wilczek)।
১৬) প্রতি বছর আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস (International Day of Plant Health-IDPH) কবে পালিত হয়?
উত্তরঃ 12 মে।