Home Miscellaneous জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

55
0
general knowledge
general knowledge

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

1) কোন নতুন সংস্থাকে ব্যাঙ্কস বোর্ড ব্যুরো (BBB)- প্রতিস্থাপন করার অনুমোদন দেওয়া হয়েছে?
উত্তরঃ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো (FSIB)।
2) উদ্ধব ঠাকুরের পদত্যাগের পর কে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন?
উত্তরঃ একনাথ শিন্ডে।
3) “ক্যাপস্টোন” এটি কোন মহাকাশ সংস্থা দ্বারা উৎক্ষেপিত একটি উপগ্রহ?
উত্তরঃ নাসা।
4) সম্প্রতি চালু হওয়া “ডাক কর্মযোগী” পোর্টালের উদ্দেশ্য কী?
উত্তরঃ কর্মচারীদের প্রশিক্ষণ।
5) কোন প্রতিষ্ঠান সম্প্রতি “India’s Booming Gig and Platform Economy” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে?
উত্তরঃ নীতি আয়োগ।
6) কোন গ্লোবাল ব্লক ৬০০বিলিয়ন ডলার- গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান চালু করেছে?
উত্তরঃ জি 7।
7) “জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস” কবে পালিত হয়?
উত্তরঃ ২৩ জুন।
8) ভারতীয় সংবিধানের দশম তফশিল নিম্নলিখিত কোন দিকগুলির সাথে সম্পর্কিত?
উত্তর: দলত্যাগ বিরোধী আইন।
9) Oceanix City নামে একটি ভাসমান শহর কোন দেশে স্থাপিত হতে চলেছে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
10) কোন সরকারী সংস্থা ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রক্ষার দায়িত্বে রয়েছে?
উত্তর: ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার (NCIIPC)।
11) নির্মাণ কর্মীদের উন্নতির জন্য জাতীয় উদ্যোগ “নিপুন” কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
উত্তর: আবাসন ও নগর বিষয়ক মন্ত্রনালয়।
12) স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট পুরস্কার কোন ভারতীয় বিমানবন্দরকে “ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দর” হিসাবে উল্ল্যখ করা হয়েছিল?
উত্তর: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর।
13) Glischropus meghalayanus, যা সম্প্রতি মেঘালয়ে আবিষ্কৃত হয়েছে, কোন প্রজাতির অন্তর্গত?
উত্তরঃ বাদুড়।
14) ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন সামিট -2022 কোন স্থানে অনুষ্ঠিত হয়?
উত্তর: নয়াদিল্লি।
15) গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্টে (GSER) সাশ্রয়ী প্রতিভায় এশিয়ার মধ্যে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?
উত্তরঃ কেরালা।
16) 2022 সালে ভারতের “প্রথম প্রধান সচিবদের জাতীয় সম্মেলন” কে সভাপতি করেছিলেন?
উত্তরঃ প্রধানমন্ত্রী।
17) “ইন্ডিয়ান রেলওয়ের জন্য উদ্ভাবন নীতি” অনুসারে, উদ্ভাবকদের প্রদত্ত অনুদানের সর্বোচ্চ সীমা কত?
উত্তরঃ ১.৫ কোটি টাকা।
18) কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রতিবন্ধী ব্যক্তিদের (PwD) বিষয়ে নতুন খসড়া জাতীয় নীতি চালু করেছে?
উত্তর: সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রনালয়।
19) কোন দেশ “শাংরি-লা ডায়ালগ” (এশিয়া সিকিউরিটি সামিট) এর আয়োজক?
উত্তরঃ সিঙ্গাপুর।
20) কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছোট ব্যবসাকে সমর্থন করার জন্য SMBSathi Utsav চালু করেছে?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here