Home Miscellaneous জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

41
0
general knowledge
general knowledge

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

১) হরপ্পা লিপিতে মোট কয়টি চিহ্ন পাওয়া গিয়েছে?
উঃ ২৭০টি।
২) যশপাল কমিটির রিপোর্টের বিষয়বস্তু কি ছিল?
উঃ উচ্চশিক্ষা।
৩) প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন?
উঃ ২৪জন।
৪) ভারতের কোথায় প্রথম পেট্রো কেমিক্যাল শিল্প গড়ে উঠে?
উঃ ট্রম্বে,মুম্বাই।
৫) সূর্য সিদ্ধান্তের লেখক কে ?
উঃ বরাহমিহির।
৬) পাঞ্জাবের বৈশাখী উৎসবের প্রচলন কে করেছিলেন?
উঃ গুরু গোবিন্দ সিংহ।
৭) প্লাস্টারে অফ প্যারিস কি দিয়ে তৈরি হয়?
উঃ জিপসাম দিয়ে।
৮) বিশ্বের প্রথম দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে?
উঃ চিনে।
৯) বিশ্বের বৃহত্তম স্টিল উৎপাদক দেশ কোনটি?
উঃ চিন ।
১০) কোন দেশকে সবচেয়ে বেশি কোভিড ভ্যাকসিন দিয়েছিল আমেরিকা ?
উঃ বাংলাদেশকে।
১১) কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘প্রজ্জ্বলা চ্যালেঞ্জ’ চালু করেছে?
উত্তরঃ পল্লী উন্নয়ন মন্ত্রনালয়।
১২) “ড. শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন”(DSPM – NIWAS) কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
১৩) কোন প্রতিষ্ঠানের নাম “জি-২০ সায়েন্স ওয়ার্কিং গ্রুপ সেক্রেটারিয়েট” করা হয়েছে?
উত্তর: IISc বেঙ্গালুরু।
১৪) রেল মন্ত্রকের স্টেশন পুনঃউন্নয়ন ড্রাইভের অধীনে ঘোষিত নতুন প্রকল্পের নাম কি?
উত্তর: অমৃত ভারত স্টেশন প্রকল্প।
১৫) পুষ্প কমল দাহাল “প্রচন্ড” কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ নেপাল।
১৬) iNCOVACC, যা কোভিডের জন্য একটি ইন্ট্রানাসাল বুস্টার ডোজ হিসাবে অনুমোদিত হয়েছিল, কোন প্রতিষ্ঠান দ্বারা এটি নির্মিত হয়?
উত্তরঃ ভারত বায়োটেক ।
১৭) বীর গার্ডিয়ান-২০২৩ অনুশীলন হল একটি প্রথম দ্বিপাক্ষিক বিমান মহড়া যা ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জাপান।
১৮) কোন কেন্দ্রীয় মন্ত্রক এআই পে আলোচনা (এআই ডায়ালগ) অনুষ্ঠানের আয়োজন করে?
উত্তর: ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়।
১৯) অর্থ মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২-২৩ সালের প্রথমার্ধে ভারতের মোট দেশীয় পণ্যের বৃদ্ধি কত?
উত্তর: ৯ .৭%।
২০) কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক (GBF) এর ২৩ টি লক্ষ্য রয়েছে যা বিশ্বের কোন বছরের মধ্যে অর্জন করতে হবে?
উত্তরঃ ২০৩০ সাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here