Home Miscellaneous জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

36
0
gk knowledge
gk knowledge

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

  1. কোন দেশ “UN Biodiversity Conference- COP15”-এর আয়োজক?
    উত্তরঃ কানাডা।
  2. কোন দেশ “Surface Water and Ocean Topography” (SWOT) মহাকাশযান চালু করেছে?
    উত্তরঃ USA.
    3.”Youth Co:Lab” যুব উদ্ভাবন আন্দোলন অটল ইনোভেশন মিশন (AIM) এর একটি উদ্যোগ এবং এটি কোন প্রতিষ্ঠান?
    উত্তরঃ UNDP।
  3. “ইন্ডিয়া ওয়াটার ইমপ্যাক্ট সামিট” (IWIS 2022) এর আয়োজক কোন শহর?
    উত্তর: নয়াদিল্লি।
  4. কোন দেশ ঐতিহাসিক নিউক্লিয়ার ফিউশন ব্রেক-থ্রু ঘোষণা করেছে?
    উত্তর: USA।
  5. প্রতি বছর ইউনিসেফ দিবস কবে পালিত হয়?
    উত্তরঃ ১১ ডিসেম্বর।
  6. সুখবিন্দর সিং সুখু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন?
    উত্তরঃ হিমাচল প্রদেশ।
  7. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোন দেশের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে একটি মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে?
    উত্তরঃ মালদ্বীপ।
  8. কোন প্রতিষ্ঠান “ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপারচুনিটিস ইন ইন্ডিয়া”-র কুলিং সেক্টর শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে?
    উত্তরঃ বিশ্বব্যাঙ্ক।
  9. বিশ্ব ব্যাঙ্ক ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট অনুসারে ভারতের জন্য ২০২২-২৩-এর জিডিপি-র পূর্বাভাস কী?
    উত্তরঃ ৬.৯%
  10. বিশ্বব্যাঙ্ক সম্প্রতি পরিবেশ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য কোন দেশে USD 250 মিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে?
    উত্তরঃ বাংলাদেশ।
  11. সেমেরু আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
    উত্তরঃ ইন্দোনেশিয়া।
  12. প্রতি বছর “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” কবে পালিত হয়?
    উত্তরঃ ৩ ডিসেম্বর।
  13. ভারতের কোন প্রতিষ্ঠান অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) Mk-III স্কোয়াড্রন- 840 Sqn (CG) তৈরি করে?
    উত্তরঃ HAL।
  14. কোন রাজ্য তার জিএসডিপি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরামর্শদাতা ম্যাককিনসি (management consultant McKinsey) নিয়োগ করেছে?
    উত্তরঃ উত্তরাখণ্ড।
  15. সাম্প্রতিক NSO ডেটা অনুসারে, ২০২২-২৩ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য ভারতের মোট দেশজ উৎপাদন (GDP) বৃদ্ধি কত?
    উত্তরঃ ৬.৩%
  16. “সমনভয় ২০২২” কোন সশস্ত্র বাহিনী দ্বারা আয়োজিত একটি মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (HADR) মহড়া?
    উত্তরঃ ভারতীয় বিমান বাহিনী।
  17. CITES COP19 সম্প্রতি কোন প্রাণীর মর্যাদা কমানোর প্রস্তাব গ্রহণ করেছে?
    উত্তর: দক্ষিণী সাদা গন্ডার।
  18. “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিকেটরস” কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন?
    উত্তরঃ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO)।
  19. “সঞ্জেল ২০২২” (Sonzal-2022) একটি বার্ষিক যুব উৎসব কোন রাজ্য/UT-এ অনুষ্ঠিত হয়?
    উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here