চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।
1) পঞ্চম স্টিলথ স্করপিন শ্রেণীর সাবমেরিনের নাম কি, যা সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়েছে?
উত্তরঃ আইএনএস ভাগির।
2) “পরিবেশ এবং জলবায়ু স্থায়ীত্বতা বিষয়ক জি-২০ ওয়ার্কিং গ্রুপ” বৈঠকের আয়োজক কোন শহর?
উত্তরঃ বেঙ্গালুরু।
3) কোন সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাড়ানোর জন্য ‘অপস অ্যালার্ট’ অনুশীলন শুরু করেছে?
উত্তরঃ বর্ডার সিকিউরিটি ফোর্স।
4) কোন প্রতিষ্ঠান “অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট” (ASER) প্রকাশ করে?
উত্তরঃ NGO প্রথম।
5) ভারতের প্রথম অনলাইন গেমিং সেন্টার অফ এক্সিলেন্স কোন রাজ্য/UT-এ স্থাপন করা হবে?
উত্তরঃ মেঘালয়।
6) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-২০২৩ সভার প্রতিপাদ্য বিষয় কি?
উত্তর: খণ্ডিত বিশ্ব সহযোগিতা।
7) বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের নাম কী, যেটি প্রধানমন্ত্রী পতাকা প্রদর্শন করেছিলেন?
উত্তর: এমভি গঙ্গা বিলাস।
8) 5G ব্যবহারের ক্ষেত্রে উদ্ভাবনী স্থাপনের জন্য প্রথম জেলা বিদিশা, কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
9) সম্প্রতি কোন প্রতিষ্ঠান “পরিপূরক খাদ্যতালিকা জরিপ” প্রকাশ করেছে?
উত্তর: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
10) সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় কোন মাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে?
উত্তরঃ জানুয়ারি।
11) সম্প্রতি ভারত যে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার নাম কী?
উত্তরঃ পৃথ্বী-২।
12) স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অধীনে নির্বাচিত “কুমারকোম এবং বেপোর” কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা।
13) কোন ভারতীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক শ্রীলঙ্কা থেকে তিনটি ব্যাঙ্কের বিশেষ রুপি ভোস্ট্রো-র অ্যাকাউন্ট রাখার জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে?
উত্তরঃ ইন্ডিয়ান ব্যাঙ্ক।
14) NSO-এর প্রথম অগ্রিম অনুমান অনুসারে 2022-23 সালে ভারতের আনুমানিক GDP-র বৃদ্ধি কত?
উত্তরঃ ৭ শতাংশ।
15) কোন স্টার্ট-আপ “আজাদি-স্যাট” স্যাটেলাইট তৈরি করেছে, যেটি 750 জন স্কুলের মেয়েদের দ্বারা তৈরি হয়েছে?
উত্তরঃ স্পেস কিডজ ইন্ডিয়া।
16) এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্যাঙ্কক ।
17) সিয়াচেনের কুমার পোস্টে কর্মক্ষমভাবে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার কে?
উত্তরঃ ক্যাপ্টেন শিব চৌহান।
18) লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
উত্তরঃ ব্রাজিল।
19) কোন প্রতিষ্ঠান “উৎকর্ষ ২.০” নামে তার মধ্যমেয়াদী কৌশল কাঠামো চালু করেছে?
উত্তরঃ RBI।
20) আয়ুষ্মান ভারত-এর অধীনে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের সংখ্যার লক্ষ্যমাত্রা কত?
উত্তরঃ ১.৫ লাখ।