কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শীতের আমেজ আরও বাড়ল। কলকাতা সহ জেলার পারদ অনেকটাই নিম্নমুখী। ২০ ডিগ্রির নীচে নেমে গেল। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বেশ কয়েকদিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে বলেও জানানো হয়েছে।
এই মুহূর্তে সকাল সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আভাস। তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নেমে যাওয়ার কথা বলা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ জেলাগুলিতে এই সময় শীতের প্রভাব বেড়েছে। (ছবি: সংগৃহীত)