কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি: সুস্থ মন ও মানুষের বর্তমান সময়ে বড় অভাব। হিংসা-হানাহানি ও বিদ্বেষ বেড়েই চলেছে। অস্থির সময়ে মনরোগ বিশেষজ্ঞ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের মতামত, কথা হজম করতে শিখতে হবে। তাহলে পরবর্তী সময়ে জিততে সাহায্য করবে। তর্ক থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে। তর্কে জিততে যাওয়া ঠিক নয়। এক্ষেত্রে সময়ের অপচয় হয় । প্রাচীন মুনি-ঋষিরাও একই উপদেশ দিয়ে এসেছেন। তর্কের ক্ষেত্রে প্রতিপক্ষকে জিততে সহায়তা করুন। এতে যদি প্রতিপক্ষ খুশি হয়, তাহলে তাই করুন। আপনি মনে মনে হাসুন।
প্রাচীন মুনি-ঋষিরা উপদেশ হিসেবে বলেছেন, কখনও কখনও জয়ের জন্য হারতে হবে। এই হারই বড় জয় এনে দিতে পারে।পরামর্শ হিসেবে বলা হয়েছে,কখনও কখনও হারতে শেখা উচিত।
সব জায়গায় জেতার চেষ্টা করা উচিত নয় । এটা বোকামি হয়ে যায় । মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা আরও বলছেন, শুধুমাত্র কথায় সব কাজ হয় না। তাই কাজ শুরু করা উচিত নিরবে। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। এক্ষেত্রে উপদেশ হিসেবে বলা হয়েছে, যাঁরা আপনাকে বিশ্বাস করে না তাঁদের চিন্তা মন থেকে বাদ দিন। কেবলমাত্র নিজের প্রতি বিশ্বাস রাখুন। তাহলে নিজেকে বিশ্বাসী করে তুলতে পারবেন । আরও একটি বিষয় মাথায় রাখতে হবে- আপনি অনেক কিছু পারেন এটা বলে বেড়ানোর দরকার নেই। যার দরকার হবে সে আপনাকে খুঁজে নেবে। বিনয়ী হতে চেষ্টা করুন তাহলে জীবন সুন্দর হবে।
(ছবি : সংগৃহীত)