sports awards and sarat kamalMiscellaneous Trending News 

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপক তালিকা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল। দেখে নিন প্রাপকদের সেই তালিকা। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন : অচিন্ত্য শরথ কমল (টেবিল টেনিস)।
দ্রোণাচার্য পুরস্কার : জীবনজ্যোৎ সিং তেজা (তিরন্দাজি), মহম্মদ আলি কামার (বক্সিং), সুমা শিরুর (প্যারা শ্যুটিং), সুজিত মান (কুস্তি)।

দ্রোণাচার্য পুরস্কার: দীনেশ লাড (ক্রিকেট কোচ), বিমল ঘোষ (ফুটবল), রাজ সিং (কুস্তি)। জীবনকৃতী ধ্যানচাঁদ পুরস্কার: অশ্বিনী আকুঞ্জি সি (অ্যাথলেটিক্স), ধরমবীর সিং (হকি), বি সি সুরেশ (কবাডি), নীর বাহাদুর গুরুং (প্যারা অ্যাথলেটিক্স)।

অর্জুন পুরস্কার প্রাপক : সীমা পুনিয়া (অ্যাথলেটিক্স), এলধোস পল (অ্যাথলেটিক্স), অবিনাশ সাবলে (অ্যাথলেটিক্স), লক্ষ্য সেন (ব্যাডমিন্টন), এইচএস প্রণয় (ব্যাডমিন্টন), অমিত (বক্সিং), নিখাত জারিন (বক্সিং), ভক্তি কুলকার্নি (দাবা), আর প্রজ্ঞানানন্দ (দাবা), দীপ এক্কা (হকি), সুশীলা দেবী (জুডো), সাক্ষী কুমারী (কবাডি), নয়নমণি সাইকিয়া (লন বোল) ।

এছাড়া সাগর ওভালকর (মল্লখম্ব), এলাভেনিল ভালারিভান (শ্যুটিং), ওমপ্রকাশ মিঠারভাল (শ্যুটিং), সৃজা আকুলা (টেবিল টেনিস), বিকাশ ঠাকুর (কুস্তি), আনশু (কুস্তি), সরিতা (কুস্তি), প্রবীণ (উশু), মানসী যোশী (প্যারা ব্যাডমিন্টন), তরুণ ধিলোঁ (প্যারা ব্যাডমিন্টন), স্বপ্নিল পাতিল (প্যারা সাঁতার), জারলিন অনিকা জে (বধিরদের ব্যাডমিন্টন)।

এছাড়া রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার: ট্রান্সস্টাডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেজ, কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ও লাদাখ স্কি অ্যান্ড স্নোবোর্ড অ্যাসোসিয়েশন। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি: অমৃতসরের গুরু নানক দেব ইউনিভার্সিটি। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment