কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের ২০২৩ সালের ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ। এই পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন মহম্মদ সাহিল আখতার। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানানো হয়েছে,২৬ দিনের মাথায় এই ফল প্রকাশিত হল। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন কলকাতার একই স্কুলের পড়ুয়া। দ্বিতীয় হয়েছেন সোহম দাস।
জয়েন্টের মেধা তালিকায় রাজ্য বোর্ডের পড়ুয়ারা পিছিয়ে । উল্লেখ্য,প্রথম দশের মধ্যে ৩ জন রাজ্য বোর্ডের পড়ুয়া। বাকি ৬ জন সিবিএসসি ও একজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রের খবর, প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এবার ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন । এ বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ৩০ জুনের পর শুরু হবে কাউন্সেলিং। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায় এই পরীক্ষায় তৃতীয় স্থান পেয়েছেন। কলকাতা থেকে ২ জন স্থান করলেও জেলা থেকে ৫ জন স্থান করেছেন মেধাতালিকায়। বাঁকুড়া জেলায় ২, পশ্চিম মেদিনীপুর জেলায় ১, পশ্চিম বর্ধমান জেলায় ১ ও পূর্ব বর্ধমান থেকে ১ জন স্থান করেছেন। (ছবি: সংগৃহীত)