Home Miscellaneous চিন্তা-চেতনায় বীর সন্ন্যাসিনী

চিন্তা-চেতনায় বীর সন্ন্যাসিনী

46
0
birthday vivekananda
birthday vivekananda

কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি:বিশ্বের বিস্ময় স্বামী বিবেকানন্দ। তরুণ-যুবদের কাছে তিনি আদর্শ। তাঁর চিন্তা-চেতনা মানুষকে নতুন দিশা দেখিয়ে চলেছে আজও। তিনি বলেছিলেন,”পৃথিবীর সবচেয়ে বড়ো পাপ হলো নিজেকে দুর্বল মনে করা।” তাঁর মুখেই শোনা গিয়েছে,”অন্তরের কথাই মানুষের অন্তর স্পর্শ করে,আন্তরিকতাই মানুষকে অন্তরঙ্গ করিয়া তোলে।” তাঁর চিরন্তনী বাণী-র কথা উল্লেখ না করলেই নয় । তিনি বলেছেন,”ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল! যা প্রত্যেকের যত্ন ও চেষ্টায় গড়ে ওঠে।”
সমাজকে জাগাতে তাঁর মুখে শোনা গিয়েছে,”যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন,ততক্ষণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না।” বীর সন্ন্যাসিনী আরও বলেছেন,”দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন,দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে”। বিবেকানন্দের বাণী আমাদের চলার পথের পাথেয়। জীবন দর্শনেও স্বামীজি। তিনি বলেছেন,”ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে, অকর্মন্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায়।” (চলবে)(ছবি: সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here