Home Knowledge Update গণপরিষদে হিন্দি ভাষার স্বীকৃতি

গণপরিষদে হিন্দি ভাষার স্বীকৃতি

112
0
Constituent Assembly
Constituent Assembly

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর। ভারতের গণপরিষদ-এ হিন্দি ভাষাকে স্বীকৃতি। সরকারি কাজে ব্যবহৃত ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হল হিন্দিকে। মান্যতা পেয়েছিল দেবনাগরী অক্ষরে হিন্দি সংখ্যাও। ইংরেজি ভাষা হিসেবে একাধিপত্য ছিল। সংবিধানের ৩৪৩ নম্বর ধারা বলে এই নতুন বিধি কার্যকর হয়েছিল। গণপরিষদ-র সিদ্ধান্তে সরকারি ভাষা হিসাবে স্থান করে নেয় হিন্দি। সেই দিনটির স্মরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here