কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ৷ পাশের হার ৮৯.২৫ শতাংশ । উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার। পিছিয়ে কলকাতা। মাধ্যমিকের মতো শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। সম্ভাব্য প্রথম হয়েছেন শুভ্রাংশু সরদার। নরেন্দ্রপুর থেকে ৯৯.২ শতাংশ পেয়ে তাঁর এই সাফল্য । প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷ উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন দু-জন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে সুষমা খান ও উত্তর দিনাজপুর জেলা থেকে আবু সামা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫।প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৮৭ জন ৷ যার মধ্যে হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছেন। পাশাপাশি ১১ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে শীর্ষে রয়েছে ৷ পাশের হারে কলকাতা ১০ নম্বর স্থানে ৷ এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮৫২৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন ৷ রেজাল্ট ঘোষণা হয় বেলা ১২টায় ৷ মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পেল। ছাত্র-ছাত্রীরা রেজাল্ট জানতে পারবেন ওয়েবসাইটে ৷ উল্লেখ করা যায়, এ বছর ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলে ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। গতবারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি। আগামী ৩১ মে, বুধবার বেলা ১১ টার পর থেকে ছাত্র-ছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুলগুলি থেকে পাবেন বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে। বেলা ১২ টা নাগাদ অনুষ্ঠানিক ফল ঘোষণা করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারের মার্কশিটে কিউআর কোড ব্যবহার করেছে। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ পেল।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে আরও জানানো হয়েছে, ৩১মে থেকে ১৫ জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রিটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে। মোট ৬০টি বিষয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরবর্তী বছরের অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে দুপুর ১২’টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে ।
(ছবি: সংগৃহীত)